Wednesday, July 10, 2013

থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধগয়া বোমা হামলার প্রতিবাদ করেছে

Posted in ,
সিএইচটি২৪ডটকম
বুধবার; ১০ জুলাই, ২০১৩

ধর্ম/প্রতিবাদ: থাইল্যান্ডে প্রায় ৫০০ জনের অধিক বৌদ্ধ ভিক্ষু  বুদ্ধগয়ায় বোমা হামলার প্রতিবাদে সমাবেশ করেছে। আজ বুধবার ১০ জুলাই জাতিসংঘ দপ্তরের সামনে তারা এই শান্তিপূর্ণ  সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে। এ সময় বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুরা বাংলাদেশের পতাকা নিয়ে এই সমাবেশে অংশ নেয়।
সমাবেশের ব্যানারে লেখা ছিলো – আমাদের পথ হচ্ছে শান্তি এবং সম্প্রীতির, দয়া করে আক্রমণ/অত্যাচার বন্ধ করুন (Our Way is Peace and Harmony- Please Stop Atrocities … ) ।

ভিক্ষুরা থাই ভাষায় লিখিত ব্যানার ও প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।